১। কালের স্বাক্ষী বহনকারী করতোয়া নদীর তীরে গড়ে উঠা বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী মহাস্থান গড় হতে ২.০০০ কি:মি পূর্বে ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ ।কাল পরিক্রমায় আজ লাহিড়ীপাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
২। ) নাম – ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ
৩। আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
৪। লোকসংখ্যা – ২৮০৯১ জন (প্রায়) (২০১২ সালের জন্মনিবন্ধণ অনুযায়ী)৫। ) গ্রামের সংখ্যা – ২২ টি।
৬। মৌজার সংখ্যা – ২২টি।
৭। হাট/বাজার সংখ্যা -২ টি।
৮। উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
৯। শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
১০। সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭ টি,
১১। বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,
১২। উচ্চ বিদ্যালয়ঃ ০৫টি,
১৩। মাদ্রাসা-৪টি।
১৪। দায়িত্বরত চেয়ারম্যান –মো:জুলফিকার আবু নাসের আপেল মাহমুদ।
১৫। গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
১৬। ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই১৭। ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
১৮। নব গঠিত পরিষদের বিবরণ –
১৯। শপথ গ্রহণের তারিখ – ১৭/০৮/২০১১ইং
২০। প্রথম সভার তারিখ – ১৮/০৮/২০১১ ইং
২১। মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৭/০৮/২০১৬ইং
২২। গ্রাম সমূহের নাম –
কোয়ালীপাড়া রায়মাঝিড়া চাঁদপাড়া
রোকনগাড়ি ধাওয়াকান্দি মধুমাঝিড়া
বুজরুগমাঝিড়া দীঘলকান্দি লাহিড়ীপাড়া
জাহানাবাদ রহমতবালা সাতশিমুলিয়া
দোবাড়িয়া নন্দীপাড়া পীরগাছা
বথুয়াবাড়ি কমলপুর কাজিনূরুইল
যোগাইপুর যশোপাড়া ডেকড়া
বিদুপাড়া
২৩। ইউনিয়ন পরিষদ জনবল –
২৪। নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২৫। ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
২৬। ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS